দুই সিটিসহ স্থানীয় সরকারের ২৩৩ প্রতিষ্ঠানে ভোটের তারিখ জানাল ইসি
 প্রকাশিত: 
                                                ২৪ জানুয়ারী ২০২৪ ১২:৩৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:০৬
                                                
 
                                        একইদিনে ময়মনসিংহসহ দুটি সিটি করপোরেশন এবং একাধিক পৌরসভা, ইউনিয়ন পরিষদ মিলিয়ে মোট ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
স্থানীয় সরকারের এসব প্রতিষ্ঠানে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন হবে। কুমিল্লার মেয়র মারা যাওয়ার কারণে একই দিন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
এছাড়া ৯ মার্চ তিনটি পৌরসভায় সাধারণ নির্বাচন, ১৫টি পৌরসভায় শূন্যপদে উপনির্বাচন, ১৩টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন, ১৯০টি ইউনিয়ন পরিষদের শূন্যপদে উপনির্বাচন, সাতটি জেলা পরিষদের শূন্যপদে উপনির্বাচন হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ তারিখ ১৩ ফেব্রুয়ারি। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। এর মধ্যে সিটি পৌরসভা ও জেলা পরিষদের নির্বাচন হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে)। আর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে ব্যালট পেপারে।
সেদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: