নয় পৌরসভার ভোটগ্রহণ ৯ মার্চ
 প্রকাশিত: 
                                                ২১ জানুয়ারী ২০২৪ ১৯:১২
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:১৬
                                                
 
                                        দেশের নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
রোববার (২১ জানুয়ারি) বিকেলে ইসির অতিরিক্ত সচিব এ তথ্য জানান।
তিনি জানান, আগামী ৯ মার্চ দেশের নয়টি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নয় পৌরসভায় ভোটগ্রহণ করতে কমিশন ফাইল অনুমোদন করেছে। এসব পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যেসব পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে— জামালপুর জেলার বকশীগঞ্জ পৌরসভা, পটুয়াখালী পৌরসভা, রাজশাহী জেলার কাটাখালী পৌরসভা, সাতক্ষীরা পৌরসভা, ময়মনসিংহ জেলার ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ পৌরসভা, সুনামগঞ্জ জেলার তাহেরপুর পৌরসভা, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভা ও বরগুনা জেলার আমতলী পৌরসভা।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: