সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলতে সমাজকল্যাণমন্ত্রীর নির্দেশনা


প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪ ১৭:৫৩

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১২:২৬

ছবি- সংগৃহীত

দেশে প্রথমবারের মতো সরকারি উদ্যোগে পাইলট ভিত্তিতে প্রবীণ ডে-কেয়ার সেন্টার খুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ নির্দেশনা দেন।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ আমাদের প্রবীণ জনগোষ্ঠী। সম্মানের সঙ্গে তাদের যথাযথ যত্ন নেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবাইকে লক্ষ্য রাখতে হবে প্রবীণরা যেন পরিবারের বোঝা না হয়।

তিনি আরও বলেন, বিভিন্ন শ্রেণি-পেশাসহ অর্থনৈতিক, শারীরিক, মানসিক, সামাজিক, পারিবারিক ও ভৌগোলিক কারণে মানুষ সমাজে প্রান্তিক হিসেবে চিহ্নিত হন। তাদের সংখ্যাটাও অনেক। উন্নয়নের মূলধারায় এ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। তাদের জীবনমান উন্নয়নে চলমান কর্মসূচির পাশাপাশি অনেক নতুন পদক্ষেপ নেবে সরকার।

ডা. দীপু মনি বলেন, স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ ‘স্মার্ট নাগরিক’ গড়তে পিছিয়ে পড়া এসব জনগোষ্ঠীকে মূল ধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি সবাইকে কাজ করতে হবে।‌ ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বৈষম্যহীন সমাজ ও কল্যাণ রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার’ তার ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

এ সময় বেদে, চা শ্রমিক ও তৃতীয় লিঙ্গসহ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মকর্তাদের নির্দেশনা দেন সমাজকল্যাণ মন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top