ঢাকা-১০: ফেরদৌসের ধারেকাছেও কেউ নেই
 প্রকাশিত: 
                                                ৭ জানুয়ারী ২০২৪ ১৮:২৭
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৪১
                                                
 
                                        দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে এগিয়ে আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ফেরদৌস আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন জাতীয় পার্টির হাজী মো.শাহজাহান। এই আসনে তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে।
ফলাফলে দেখা যায়, ফেরদৌস আহমেদ এক হাজার ৫৪০ ভোট ও হাজী মো.শাহজাহান পেয়েছেন ৫০ ভোট।
এই আসনের অন্যান্য প্রার্থীরা হলেন- ছড়ি প্রতীক নিয়ে শাহরিয়ার ইফতেখার, আম প্রতীকে কে এম শামসুল আলম ও টেলিভিশন প্রতীকে মো. বাহারানে সুলতান বাহার।
সকাল ৮ টা থেকে শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪ টায়।
এবার সারাদেশে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে একযোগে ভোট গ্রহণ করা হয়। নওগাঁ-২ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে।
ভোটগ্রহণ চলাকালে যশোর, লালমনিরহাট, বগুড়া, রাজধানীর হাজারীবাগসহ কিছু জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় শিশুসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম, জামালপুর, ফরিদপুরসহ আরও কয়েকটি জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন ২২ জন।



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: