সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


আগের ১১টি সংসদ নির্বাচনে যত দল ও প্রার্থী


প্রকাশিত:
৬ জানুয়ারী ২০২৪ ১৬:১২

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ০৪:১১

ফাইল ছবি

বাংলাদেশের স্বাধীনতা লাভের পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে। আর ২০১৮ সালে অনুষ্ঠিত হয় ১১তম সংসদ নির্বাচন। এবার অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন।

দেশের ইতিহাসে প্রথম সংসদ নির্বাচনে কতজন প্রার্থী ছিলেন? আর ১১তম সংসদ নির্বাচনেই বা কতজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন? চলুন জেনে নেওয়া যাক—

প্রথম সংসদ নির্বাচন: ১৯৭৩ সালের ৭ মার্চ অনুষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন। এতে ১৪টি দল অংশ নেয়, ১০৯১ জন প্রার্থী ছিলেন।

দ্বিতীয় সংসদ নির্বাচন: ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় দ্বিতীয় সংসদ নির্বাচন। এতে ২৯টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ২১২৫ জন।

তৃতীয় সংসদ নির্বাচন: ১৯৮৬ সালের ৭ মে অনুষ্ঠিত তৃতীয় সংসদ নির্বাচনে ১৫২৭ জন প্রার্থী ছিল, দল ছিল ২৮টি।

চতুর্থ সংসদ নির্বাচন: ১৯৮৮ সালের ৩ মার্চ অনুষ্ঠিত চতুর্থ সংসদ নির্বাচনে ৮টি দল অংশ নিয়েছিল, প্রার্থী ছিল ৯৭৭ জন।

পঞ্চম সংসদ নির্বাচন: ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে ২৭৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করে, দল ছিল ৭৫টি।

ষষ্ঠ সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ষষ্ঠ সংসদ নির্বাচনে ১৪৫০ জন প্রার্থী ছিলেন, দল ছিল ৪২টি।

সপ্তম সংসদ নির্বাচন: ১৯৯৬ সালের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে ৮১টি দল অংশ নেয়, ২৫৭২ জন প্রার্থী ছিলেন।

অষ্টম সংসদ নির্বাচন: নিবন্ধন পদ্ধতি চালু হওয়ার আগে ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম সংসদ নির্বাচনে ৫৫টি দল অংশ নেয়, প্রার্থী ছিলেন ১৯৩৯ জন।

নবম সংসদ নির্বাচন: ২০০৮ সালের ২৯ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়। দল নিবন্ধনের পদ্ধতি চালুর পর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল ২৮টি দল, প্রার্থী ছিলেন ১৫৬৭ জন।

দশম সংসদ নির্বাচন: ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে ১২টি দল অংশ নিয়েছিল। সেই নির্বাচনে ১৫৩টি আসনে একজন করে প্রার্থী ছিল বলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৪৭ আসনে প্রার্থী ছিলেন ৩৯০ জন, এর মধ্যে স্বতন্ত্র ছিলেন ১০৪ জন।

একাদশ সংসদ নির্বাচন: ২০১৮ বাংলাদেশে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় একাদশ সংসদ নির্বাচন। ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল ১ হাজার ৮৬১ জন। দল অংশ নেয় ৩৯টি। দলীয় প্রার্থী ১৭৩৩ জন; ১২৮ জন স্বতন্ত্র।


সম্পর্কিত বিষয়:

বাংলাদেশ সংসদ নির্বাচন

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top