সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


জাপানে ভূমিকম্পে নিহতদের প্রতি শোক জানালেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৪ ১১:৫৮

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১৯:৩৮

ফাইল ছবি

জাপানে ভূমিকম্পে নিহতদের জন্য গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে দেশ‌টির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে চিঠি লি‌খেছেন বাংলা‌দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২ জানুয়া‌রি) জাপানের প্রধানমন্ত্রী‌কে চি‌ঠি পা‌ঠি‌য়ে‌ছেন সরকারপ্রধান।

চি‌ঠি‌তে প্রধানমন্ত্রী লি‌খে‌ছেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্পের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। আমি বুঝতে পেরেছি, আরও ভূমিকম্প, আফটারশক ও সুনামির ঝুঁকি আছে।

প্রধানমন্ত্রী ব‌লেন, সাম্প্রতিক বিধ্বংসী ও শক্তিশালী ভূমিকম্প মোকাবিলায় জাপানের প্রয়োজনে বাংলাদেশ ইশিকাওয়া প্রিফেকচার ও জাপান সাগর উপকূলের কাছাকাছি অঞ্চলগুলোকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত আছে।

তি‌নি বলেন, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি এই কঠিন সময়ে জাপানের জনগণের সঙ্গে আমাদের সংহতি ও বন্ধুত্ব প্রকাশ করছি।

বাংলাদেশ ও জাপানকে প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের জনগণ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সহনশীল এবং এই ধরনের সংকটে সবসময় একে অপরের পাশে দাঁড়িয়েছে।

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার নেতৃত্বে জাপানও দ্রুত এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবে ব‌লেও চি‌ঠি‌তে প্রত‌্যাশা ব‌্যক্ত ক‌রেন বাংলাদেশ সরকার প্রধান।


সম্পর্কিত বিষয়:

শেখ হাসিনা ভূমিকম্প জাপান

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top