রবিবার, ১৯শে মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


শীতার্তদের ত্রাণ দিতে পারবেন না প্রার্থীরা: ইসি


প্রকাশিত:
২৬ ডিসেম্বর ২০২৩ ১০:৫৫

আপডেট:
১৯ মে ২০২৪ ০১:১৬

ফাইল ছবি

প্রতিবছর শীতের সময়ে অসচ্ছল ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা। এবারও অনেক ব্যক্তি ও সংগঠন এমন কার্যক্রম শুরু করেছে। তবে নির্বাচন কমিশন বলেছে, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে প্রার্থীদের কেউ এই কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

সোমবার (২৫ ডিসেম্বর) নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় এমন তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ইসি জানায়, বর্তমান শীত মৌসুমে শীতার্ত দরিদ্র ও দুর্গত মানুষের মাঝে রেড ক্রিসেন্ট সোসাইটি ৬৮টি ইউনিটের মাধ্যমে প্রায় ৪০ হাজার কম্বল বিতরণ কার্যক্রম ৩১ ডিসেম্বর মধ্যে সম্পন্ন করার বিষয়ে কমিশন সম্মতি দিয়েছে।

তবে ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বিধায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ অনুসরণপূর্বক রাজনৈতিক দলীয়/স্বতন্ত্র কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওইরূপ বিতরণ কার্যক্রমে উপস্থিত থাকতে পারবেন না।


সম্পর্কিত বিষয়:

সংসদ নির্বাচন শীতবস্ত্র ইসি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top