নির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি
প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩ ১৪:৪৩
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৭:২১

দ্বাদশ সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করতে পুলিশ সব ব্যবস্থা নিয়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাজধানীর রাজারবাগের শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব ধরনের ব্যবস্থা নিয়েছে পুলিশ। অবৈধ অস্ত্রধারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
কোনো সামর্থ্য নেই বলেও অনুষ্ঠানে জানান আব্দুল্লাহ আল মামুন।
সম্পর্কিত বিষয়:
আইজিপি
আপনার মূল্যবান মতামত দিন: