রবিবার, ২৮শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


কঙ্গোর বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে বাংলাদেশের নারী শান্তিরক্ষীরা


প্রকাশিত:
২ অক্টোবর ২০২০ ২২:২৭

আপডেট:
৩ অক্টোবর ২০২০ ০১:২২

ছবি-সংগৃহীত

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অধিনে পরিচালিত ডিআর কঙ্গোর মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা।

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তি মিশনের জন্য এই বিমানবন্দরটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ একটি স্থাপনা।

“এই দায়িত্ব পেয়ে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষী নারী সদস্যরা অত্যান্ত গর্বিত।”

বিমানবন্দরটির নিরাপত্তার দায়িত্ব পাওয়া ব্যানএফপিইউ-১ এর ১৪তম রোটেশনের কমান্ডার মেরিনা আক্তারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমরা শুধু দেশের মাটিতে নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গর্বের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।”

মেরিনা বলেন, কঙ্গোর ওই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই একটি ‘বড় চ্যালেঞ্জ’, তবে তারা আশাবাদী, ‘বরাবরের মত’ এবারেও সফল হবেন।

জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর তালিকায় বাংলাদেশ রয়েছে সবার উপরে।

বর্তমানে জাতিসংঘের বিভিন্ন মিশনে ১১৯টি দেশের শান্তিরক্ষীরা কাজ করছেন। তাদের মধ্যে বাংলাদেশের শান্তিরক্ষী ৬৭৩১ জন।


সম্পর্কিত বিষয়:

বিমানবন্দর কঙ্গোর জাতিসংঘ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top