তাকসিম এ খান ওয়াসায় থাকছেন আরও ৩ বছর
প্রকাশিত:
২ অক্টোবর ২০২০ ০২:৪০
আপডেট:
৩০ জানুয়ারী ২০২৬ ১১:৪২
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের মেয়াদ আরও তিন বছর বাড়িয়েছে সরকার।
ওয়াসার আইন অনু্যায়ী তার নিয়োগের মেয়াদ তিন বছর বাড়ানো হয় বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহম্মদ ইবরাহিম।
বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি বলেন, এমডি পদে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদ পাবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকসিম এ খানকে ওয়াসার এমডি নিয়োগের প্রস্তাব অনুমোদন দিয়েছেন বলেও জানান অতিরিক্ত সচিব।
এমডির দায়িত্ব চালিয়ে আসা তাকসিম এ খানকে নিয়োগের মেয়াদ বাড়াতে সম্প্রতি অনুমোদন দেয় ওয়াসা বোর্ড সভা।
দীর্ঘদিন এ পদে থেকে আবারও নিয়োগের সুপারিশ আসায় নানা মহলে আলোচনা চলছিল।

আপনার মূল্যবান মতামত দিন: