বুধবার, ১৫ই মে ২০২৪, ১লা জ্যৈষ্ঠ ১৪৩১


মানতে হবে ২০ শর্ত

অবশেষে পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পেল আওয়ামী লীগ-বিএনপি


প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৩ ২২:০১

আপডেট:
১৫ মে ২০২৪ ২০:৩২

ছবি: সংগৃহীত

অবশেষে আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলকেই তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে উভয়কে মানতে হবে ২০টি শর্ত।

শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় ডিএমপির জরুরি এক বৈঠকে দুই দলকে সমাবেশের অনুমতির ব্যাপারে সিদ্ধান্ত হয়। পরে দুই দলকেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়।

রাতে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন এক সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে এবং বিএনপিকে নয়াপল্টনে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৮ অক্টোবর (শনিবার) সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।

মহিদ উদ্দিন বলেন, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াতে ইসলামীকে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। তবে, তাদের অনুমতি দেওয়া হয়নি।

সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনে থাকা বিএনপি ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের ডাক দেয়। পাল্টা কর্মসূচি হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগও এদিন রাজধানীতে সমাবেশ ডাকে। এতে রাজনীতিতে উত্তাপ ছড়িয়ে পড়ে। দুই দলই ডিএমপিতে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করে। তবে ডিএমপি দুই দলকেই বিকল্প ভেন্যু নির্ধারণের অনুরোধ জানায়। উভয় দলই ডিএমপিকে নিজ নিজ পছন্দের জায়গায় সমাবেশ করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানায়। অবশেষে দুই দলকেই নিজ নিজ পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিল নগর পুলিশ।

এদিকে ২৮ অক্টোবর ঘিরে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে। এই দিনে রাজনীতিতে উত্তাপ আগেও ছড়িয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতা ছেড়েছিল। সেদিন ঢাকায় আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগের সেই আন্দোলনকে ‘লগি-বৈঠার আন্দোলন’ হিসেবে কটাখ্য করেন বিরোধীরা। কারণ সেদিন আওয়ামী লীগের নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল। রাজপথে প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ মারার ঘটনা তখন দেশ-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। পরবর্তী সময়ে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আসার পেছনে এই সংঘর্ষের ঘটনাটি বিশেষ ভূমিকা রাখে।

এবারও পরিকল্পিত কিংবা কাকতালীয়ভাবে সেই ২৮ অক্টোবর ঘিরেই রাজনৈতিক সংঘাত নতুন মাত্রা পেয়েছে। দুর্গাপূজার কারণে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত রাখা বিএনপি শনিবার ছুটির দিনে রাজধানীতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির চলমান ‘নরম’ কর্মসূচির সেটাই শেষ দিন। এরপর হরতাল-অবরোধের মতো কর্মসূচির কথা ভাবছে বিএনপি।

এদিকে নির্বাচন ঘিরে দেশি-বিদেশি চাপ সত্ত্বেও মাঠ ছাড়তে নারাজ টানা ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ। বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলন তারা মাঠে সক্রিয় থেকেই দমন করতে চায়। এজন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে ঢাকায় আন্দোলন দেখভালের জন্য দলের শীর্ষ দুই নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও জাহাঙ্গীর কবির নানককে দায়িত্ব দিয়েছে ক্ষমতাসীন দল। তারা ইতোমধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। আগামী দিনে মাঠ নিজেদের দখলে রাখতে ছক কষছেন।


সম্পর্কিত বিষয়:

#বাংলাদেশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top