শনিবার, ৯ই ডিসেম্বর ২০২৩, ২৫শে অগ্রহায়ণ ১৪৩০

Rupali Bank


বন্ধঘোষিত পাটকল পুনরায় চালুর আশ্বাস


প্রকাশিত:
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৪:৫৯

আপডেট:
৯ ডিসেম্বর ২০২৩ ১৫:০১

 ফাইল ছবি

প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে বন্ধ ঘোষিত ২৬টি পাটকলের মধ্যে ১০টি পাটকল পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ, বাংলাদেশ পাটচাষি ও পাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ আশ্বাস দেন তিনি।

মতবিনিময়কালে নেতারা বলেন, বন্ধ পাটকল চালুর উদ্যোগ নিলে পাট শিল্পে ফিরে আসবে নতুন উদ্যম ও প্রাণচাঞ্চল্য। পাট পণ্যের নতুন নতুন উদ্ভাবনির মধ্য দিয়ে পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত হবে, পাশাপাশি সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান।

এরপর প্রতিমন্ত্রী জানান, এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক মাহাবুবুল আলম, বাংলাদেশ পাটচাষি ও পাট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল আজিজ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top