শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


অনুমোদনহীন বেতার যন্ত্র ‘বেচাকেনা’, সতর্ক করল বিটিআরসি


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৩ ১৮:৪৮

আপডেট:
১০ মে ২০২৫ ২০:২০

 ফাইল ছবি

দেশে অনুমোদনহীন বেতার যন্ত্র ‘বেচাকেনা’ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেয় বিটিআরসি।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিটিআরসির অনুমোদনের বাইরে ব্যক্তি বা প্রতিষ্ঠান বেতার যন্ত্র (সেট টপ বক্স, স্যাটেলাইট রিসিভার, রিফ্লেকটরসেট, এ্যান্টিনা, এলএনবি, ট্রান্সমিটার, এ্যামপ্লিফায়ার, মডুলেটর, স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি কনভার্টার) আমদানি বা প্রস্তুত করছে।
এছাড়া দেশি ও বিদেশি অনলাইন পোর্টাল, দেশীয় ইলেক্ট্রনিক্স বাজার অথবা অন্য কোনো মাধ্যম থেকে ক্রয় ও বিক্রয় করছে। যা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন-২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫ (১) অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ এসব বেচাকেনা থেকে সম্পূর্ণভাবে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। অন্যথায়, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top