বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ফিরোজ মাস্টারের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২০ ১৬:১০
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০৪:৪০

বিশিষ্ট সমাজসেবী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফিরোজার রহমানের (ফিরোজ মাস্টার) ২৩তম মৃত্যুবার্ষিকী আজ।
বঙ্গবন্ধুর এই ঘনিষ্ঠ সহচর ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি এবং জেলায় বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
দিনটি উপলক্ষে আজ বাদ জোহর ফরিদপুর মুসলিম মিশনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চাওয়া হয়েছে এবং কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: