শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


বায়তুল মোকাররমেই তৈরি হচ্ছে আওয়ামী লীগের মঞ্চ


প্রকাশিত:
২৮ জুলাই ২০২৩ ০২:৩২

আপডেট:
১০ মে ২০২৫ ১৪:২০

ছবি সংগৃহিত

. স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের কেন্দ্রীয় নেতারা মঞ্চ তৈরিতে ব্যস্ত
. মঞ্চের দৈর্ঘ্য হবে ৬৪ ফুট ও প্রস্থ ২৮ ফুট
. প্রস্তুত থাকবে ২০ সদস্যের মেডিকেল টিম
নানা নাটকীয়তা আর স্থান বদল শেষে রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটে শান্তির সমাবেশ করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে ডিএমপি কমিশনারের অনুমতির পর মঞ্চ তৈরির কাজ শুরু করেছেন তারা।

আগামীকাল শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ক্ষমতাসীনদের শান্তির সমাবেশ শুরু হবে। তার আগে সকালে রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছিল। কিন্তু দুপুরে দলের সিদ্ধান্ত বদলানোর পর বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের সামনে সমাবেশের প্রস্তুতি নেওয়া শুরু করেন আয়োজকরা।

সরেজমিন ঘুরে দেখা যায়, বায়তুল মোকাররম জামে মসজিদের দক্ষিণ গেটের পশ্চিম ও দক্ষিণমুখী করে তৈরি করা হচ্ছে শান্তি সমাবেশের মঞ্চ। প্রায় ২০জন শ্রমিক কাজ করছেন। এছাড়া মঞ্চের পিছনকে সাজাতে আরো ১০/১৫ জন শ্রমিক কাজ করছেন।

ডেকোরেশনের দায়িত্বে থাকা টোটাল সলিউশনের প্রোপ্রাইটর মো. মোজাম্মেল হক বলেন, মঞ্চটির দৈর্ঘ্য ৬৪ ফুট এবং প্রস্থ ২৮ ফুট হবে। আমাদের শ্রমিকরা বিকেল থেকে মঞ্চ তৈরি করছে।

আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতীম তিন সংগঠনের শান্তির সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

স্বেচ্ছাসেবক লীগ জানায়, এটা শান্তির সমাবেশ, এখানে কোনো চেয়ার থাকবে না। সমাবেশ স্টেজের দৈর্ঘ্য হবে ৬৪ ফুট ও প্রস্থ ২৮ ফুট। সামনের দিকে থাকবেন মেয়ে ও নারীরা। প্রথম বেষ্টনীতে তারা অবস্থান করবেন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ঢাকা বিভাগ থেকে তিন থেকে পাঁচ লাখ ছাত্র ও যুব সমাবেশ ঘটবে। তার বেশিও হতে পারে। স্বাগত অতিথিদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা থাকবে। অনেকগুলো জেলা থেকে নেতাকর্মী অলরেডি চলে এসেছে। তাদের জন্য খাবার ব্যবস্থা করছি। সমাবেশে পর্যাপ্ত পানি ব্যবস্থা থাকবে, খাওয়া-দাওয়া হবে, চিকিৎসার ব্যবস্থাও থাকবে। কেউ অসুস্থ হলে তাদের জন্য ২০জন ডাক্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের টিম গঠন করা হয়েছে।

বাংলাদেশের মানুষ শান্তি চায় উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নেতৃত্বে শান্তিতে আছে। উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখার জন্য বাংলাদেশের ছাত্রসমাজ, যুবসমাজ সবাই ঐক্যবদ্ধ। এই মহাসমাবেশের মাধ্যমে আমরা বাংলাদেশের ছাত্র-যুব সমাজকে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমাদের শান্তির সমাবেশে।

প্রস্তুতি মোটামুটি সম্পন্ন জানিয়ে স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বলেন, আমি মনে করি আগামীকাল লক্ষ লক্ষ যুব-ছাত্রদের মহাসমাবেশ ঘটবে।

সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু বলেন, তারুণ্যের সমাবেশের নামে চারিদিকে নৈরাজ্য সৃষ্টি করেছে। ২০১৩, ১৪ সালে অগ্নিসংযোগ করেছে, বোমা হামলা করেছে। এখনো তারা সেই ধারাবাহিকতা রক্ষা করে বাংলাদেশে আবার নৈরাজ্য করার চেষ্টা করছে। আগামীকালের সমাবেশে যুবকদের উপস্থিতি দেশের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়। আগামী প্রজন্মের জন্য শান্তি চায়। লক্ষ লক্ষ যুবক-ছাত্রদের নিয়ে আমরা শান্তির বার্তা পৌঁছে দেব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top