শুক্রবার, ৩রা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


বৃক্ষমেলায় প্রায় ১৫ কোটি টাকার চারা বিক্রি


প্রকাশিত:
২৩ জুলাই ২০২৩ ২১:৫৫

আপডেট:
৩ মে ২০২৪ ১৫:২৯

ছবি সংগৃহিত

রাজধানীর শেরেবাংলা নগর মাঠে অনুষ্ঠিত জাতীয় বৃক্ষমেলায় প্রায় ১৫ কোটি টাকার গাছের চারা বিক্রি হয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়।

রোববার (২৩ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে 'জাতীয় বৃক্ষ মেলা ২০২৩' এর সমাপনী অনুষ্ঠান থেকে এ তথ্য জানা যায়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতীয় বৃক্ষমেলায় মোট ২৯ লাখ ২ হাজার ৬১৪টি চারা বিক্রি হয়েছে। যা থেকে ১৪ কোটি ৮১ লাখ ৬৯ হাজার টাকা আসে। এ বছরের মেলায় মোট বিক্রিত চারার সংখ্যা এবং বিক্রয়মূল্য যে কোন বছরের তুলনায় বেশী।

এবারের জাতীয় বৃক্ষমেলায় ১০৪টি স্টলে ব্যক্তি মালিকানাধীন নার্সারি, ৮টি স্টলে সরকারি প্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠান ৮টি স্টলে অংশগ্রহণ করে।

জাতীয় বৃক্ষ মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছিল ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। ৫ থেকে ২৬ শে জুন এবং ১ থেকে ১২ জুলাই পর্যন্ত চলে মেলা কার্যক্রম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন, উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top