শনিবার, ৪ঠা মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১


হিরো আলম ইস্যুতে বিচার বিভাগীয় তদন্ত চায় ইসি


প্রকাশিত:
২১ জুলাই ২০২৩ ০১:২২

আপডেট:
৪ মে ২০২৪ ১০:১০

 ফাইল ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলার ঘটনায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে যাচ্ছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।

ইসি জানায়, এ সংক্রান্ত প্রস্তাবটি নির্বাচন কমিশনের অনুমোদন পেলে সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো হবে। একজন বিচারকের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি হতে পারে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, স্বতন্ত্র প্রার্থীর উপর হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি সংক্রান্ত ফাইল কমিশনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবে সরকার। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে কমিশনের প্রস্তাবনা পাঠানো হবে। এরপর সরকার এ নিয়ে পদক্ষেপ নেবে।

সম্ভাব্য চিঠিতে ইসি লিখেছে, গত ১৭ জুলাই একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণের দিন বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের বাইরে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলমের ওপর কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্বারা হামলার ঘটনা ঘটেছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এ হামলার ঘটনার কারণ নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা ও দায়দায়িত্ব নির্ধারণসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণপূর্বক যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এবং এ বিষয়ে করণীয় সংক্রান্ত সুপারিশ প্রদান করার নিমিত্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারকের সমন্বয়ে এক সদস্যবিশিষ্ট কিংবা একজন সিনিয়র জেলা জজের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করা সমীচীন ও প্রয়োজনীয় মর্মে মাননীয় নির্বাচন কমিশন সদয় অভিমত ব্যক্ত করেছেন।

এ অবস্থায়, দ্যা কমিশনস অব ইনকোয়ারি অ্যাক্ট, ১৯৫৬- এর অধীনে উক্ত বিষয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ করছি।

গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনে ভোটের দিন বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোটের পরিস্থিতি দেখছিলেন হিরো আলম। ভোটগ্রহণের শেষ দিকে বিকাল সোয়া ৩টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে তিনি হামলার শিকার হন। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়ে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ১২টি দেশের মিশন এবং ইউরোপীয় ইউনিয়ন।

হামলার দু-দিন পর বুধবার এক যৌথ বিবৃতিতে বলা হয়, আমরা ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলমের (হিরো আলম নামে পরিচিত) ওপর হামলার নিন্দা জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতার কোনো স্থান নেই। আমরা ওই ঘটনার পূর্ণ তদন্ত ও দোষীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানাই। আসন্ন নির্বাচনগুলো যেন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেটি নিশ্চিত করতে হবে সবাইকে। বিবৃতিদাতা জোট ও দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ড, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন।

সবশেষ বুধবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের বৈঠকে আলোচনায় উঠে আসে হিরো আলম; তার উপর হামলাকারীদের শাস্তির নিশ্চয়তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন বলে জোটের নেতারা জানিয়েছেন।

বুধবার (১৯ জুলাই) গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের এই বৈঠকে অংশ নেওয়া একাধিক নেতা বলেছেন, হিরো আলমকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন শেখ হাসিনা। এ হামলার পেছনে কাদের ‘ইন্ধন’ ছিল, হামলার পেছনে উদ্দেশ্যে কী, সেসব তথ্যের সন্ধান করছে সরকার।

এদিকে এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, যারা হামলা করেছেন, ভিডিও ফুটেজ দেখে তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে।

এ ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top