৯৯৯ নম্বরে ফোন করেও মেলেনি সেবা
তেজগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের পা বিচ্ছিন্ন
প্রকাশিত:
১২ জুলাই ২০২৩ ০২:০৮
আপডেট:
১০ মে ২০২৫ ১২:৩১

রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে শুভ (১৪) নামে এক কিশোরের পা বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবার হটলাইন ৯৯৯ নম্বরে ফোন করেও সেবা পাওয়া যায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে ওই কিশোর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছে।
শুভকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা আসিফ নামে এক শিক্ষার্থী বলেন, আমি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় দেখি ট্রেনে কাটা পড়ে তার পা বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু কেউ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন না।
লোকজন তাকে কোনো প্রকার সাহায্য না করে মোবাইলে ভিডিও ধারণ করছেন। এসময় আমি ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাই। কিন্তু আমি তাদের কাছ থেকে কোনো সাহায্য না পেয়ে দুইজনকে সঙ্গে নিয়ে শুভকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসি। বর্তমানে সে জরুরি বিভাগে চিকিৎসাধীন আছে।
তিনি বলেন, চিকিৎসক জানিয়েছেন শুভর অবস্থা আশঙ্কাজনক। আমরা তার নাম জানতে পারলেও তার পরিচয় জানতে পারিনি। আশপাশের লোক মুখে জানতে পারি কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে তার পা বিচ্ছিন্ন হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আহত ওই কিশোরের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি আমরা রেলওয়ে থানাকে জানিয়েছি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: