শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


হারানো ২১ শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো ট্যুরিস্ট পুলিশ


প্রকাশিত:
৪ জুলাই ২০২৩ ২১:৫৮

আপডেট:
১০ মে ২০২৫ ০৮:১৭

 ফাইল ছবি

ঈদের ছুটিতে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে এ তথ্য জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) নাদিয়া ফারজানা।

তিনি জানান, সীমিত সংখ্যক জনবল নিয়েও দেশের ৩০টি জেলার ৪০টি ট্যুরিস্ট স্পটে কাজ করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ট্যুরিস্ট পুলিশ। ঈদের ছুটিতে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি পরিবারের সঙ্গে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ২১ শিশুকে উদ্ধার করে স্বজনদের কাছে ফিরিয়ে দিয়েছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশে মঞ্জুরিকৃত জনবলের সংখ্যা এক হাজার ৩৯৪ হলেও বর্তমানে কর্মরত এক হাজার ১৯১ জন। এই অল্প জনবল নিয়েও ৩০টি জেলায় ৪০টি ট্যুরিস্ট জোনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ।

তিনি আরও জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচদিনের সরকারি ছুটিতে দেশের বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল। ছুটির দিনগুলোতে বিভিন্ন পর্যটন স্পটে মোট ১০ লাখ ৯১ হাজার ৮০৪ জন দেশি ও ২২৫ জন বিদেশি পর্যটক ভ্রমণে আসেন। পর্যটকদের নিরাপত্তায় কাজ করে গেছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

নাদিয়া ফারজানা জানান, ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ঘুরতে এসে হারিয়ে যাওয়া ২১ জন শিশুকে উদ্ধার করা হয়।

পরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঈদের তৃতীয় দিন পয়লা জুলাই কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমণে আসা রাজীব সরদার (১৭) নামের একজনকে মারধরের ঘটনায় মহিপুর থানার মামলা দায়ের হয়। এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করে ট্যুরিস্ট পুলিশ। মামলাটি ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন তদন্ত করছেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top