শনিবার, ১০ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


এরশাদ শিকদার বলেছিলেন অন্যায় করিনি, মুনির চেয়েছিলেন সিগারেট


প্রকাশিত:
১৮ জুন ২০২৩ ২০:৩৩

আপডেট:
১০ মে ২০২৫ ০৩:৫৬

ছবি সংগৃহিত

দীর্ঘ ৩২ বছর পর কারামুক্ত হলেন আলোচিত জল্লাদ শাহজাহান। দীর্ঘ কারা জীবনে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি ও যুদ্ধাপরাধীসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করেছেন তিনি। ফাঁসির সময় আসামিরা কে কেমন প্রতিক্রিয়া করেছিলেন কারামুক্তির পর সেসব তথ্য জানান।

শনিবার (১৮ জুন) বেলা ১১ টা ৪৬ মিনিটে কারাগার থেকে বের হয়ে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এসব তথ্য জানান জল্লাদ শাহজাহান।

ফাঁসির আগে আসামিকে দেখে আবেগ-আপ্লুত হয়েছেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিটি ফাঁসিতে কিছু না কিছু আবেগ কাজ করে থাকে। মানুষ যত অপরাধীই হোক না কেন সে যখন মৃত্যুর মুখে থাকে তখন সবারই মায়া লাগে। আমি না হয় মায়া করলাম, কিন্তু আদালত কিংবা আইন তো ক্ষমা করবে না। তাই মায়া লাগলেও আইনের আদেশ পালন করতে গিয়ে ফাঁসি তো দিতেই হবে।

কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার ও শীর্ষ জঙ্গি নেতা বাংলা ভাইয়ের ফাঁসির আগ মুহূর্তে তাদের প্রতিক্রিয়া কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, এরশাদ শিকদারকে যখন ফাঁসি দেওয়া হয়, এর আগে তিনি দাঁড়িয়ে বলেছিলেন ‘আমি জীবনে কোনো অন্যায় করেনি আমার জন্য দোয়া করবেন।’ আর বাংলা ভাই ফাঁসির আগে তেমন কিছু বলেননি। তবে তিনি ফাঁসির আগে বলেছিলেন ‘মৃত্যুর পর যেন আমার ছবি তুলা না হয়।’

ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কি বলেছিলেন প্রশ্ন করা হলে তিনি বলেন, ফাঁসির আগে বঙ্গবন্ধুর খুনিরা কোনো কথা বলেননি। যুদ্ধাপরাধীরাও ফাঁসির আগে কোনো কথা বলে নাই।

ফাঁসির আগে বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতিক্রিয়া কেমন ছিল- জানতে চাইলে জল্লাদ শাহজাহান বলেন, একটা মানুষ যতই উচ্ছৃঙ্খল থাকুক না কেন যখন সে জেনেছে মারা যাবে, তখন সে আর কোনো কথা বলে না চুপচাপই থাকে। উনি কারাগারে থাকার সময় উচ্ছৃঙ্খল আচরণ করেছে বলে জেনেছি। তবে ফাঁসির দিন উনি কোনো উচ্ছৃঙ্খল আচরণ করিনি। উনি জানতেন এখানে উচ্ছৃঙ্খল আচরণ করে আমার কোনো লাভ নেই। আমাকে চলে যেতে হবে, তাই উনি উচ্ছৃঙ্খল আচরণ করেনি, সুন্দর ভাবেই চলে গেছে।

ফাঁসির সময় সাকা চৌধুরীর মাথা আলাদা হয়ে গিয়েছিল কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না না, এটা হয়নি। এটা কখনো হয় না। কারো মাথাই আলাদা হয় না ফাঁসির সময়। এগুলো সম্পূর্ণ ভুয়া কথা। আসামির উচ্চতা ও ওজন অনুযায়ী ফাঁসির ব্যবস্থা করা হয়। এ জন্য ফাঁসির সময় কারো মাথাই আলাদা হয় না।

শহীদ বুদ্ধিজীবীকন্যা শারমীন রীমা হত্যা মামলার আসামি মুনির ফাঁসির আগে কি বলেছিলেন- প্রশ্ন করা হলে জল্লাদ শাহজাহান বলেন, মুনির ফাঁসির আগে বলেছিলেন ‘আমাকে একটা সিগারেট দেন আমি খাব।’


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top