শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


কয়েকটি সংস্থা নৌকার পক্ষে দেনদরবার করছে : তাপস


প্রকাশিত:
৩১ মে ২০২৩ ০২:০০

আপডেট:
১০ মে ২০২৫ ০৮:৩৩

ছবি সংগৃহিত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস অভিযোগ করে বলেন, নির্বাচন নিয়ে জনসাধারণের প্রশ্ন-হতাশা এখনও কাটেনি। ফলে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে আমরা শঙ্কিত।

এছাড়া স্থানীয় প্রশাসন এখনও পুরোপুরি নিরপেক্ষ নয়। তাদের একচোখা আচরণ আমার দৃষ্টিগোচর হয়েছে। এমনকি কয়েকটি সংস্থা আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে দেনদরবার করছে, ক্যাম্পেইন করছে।

মঙ্গলবার (৩০ মে) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর বাকলার মোড়-বাজার রোডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরে তাপস বলেন, এই বিষয়ে আমি অভিযোগ জানাইনি। কেননা নির্বাচন কমিশন বলেছে কোনো ঘটনা ঘটলে তার তথ্য-প্রমাণসহ অভিযোগ করতে। নির্বাচন কমিশনের এই বিষয়টি আমাদের ও জনগণের ভালো লাগেনি। এসব যদি আমাদেরকেই করতে হয় তাহলে নির্বাচন কমিশন আছে কেন? তথ্য-প্রমাণসহ অভিযোগ করতে গেলে আমাদের নির্বাচন তত দিনে শেষ হয়ে যাবে।

এ সময় তাপস ভোটারদের উদ্দেশ্যে বলেন, গত পাঁচ বছরে যারা উন্নয়ন করেনি তাদেরকে আপনারা ভোট দেবেন না। কারণ গত পাঁচ বছর যিনি ক্ষমতায় ছিলেন তিনি বরিশালের উন্নয়ন করেননি। এখন তার পরিবারের মানুষই আগামী পাঁচ বছরে উন্নয়নের প্রতিশ্রুতিতে মনোনয়ন পেয়েছেন। অথচ আগামী পাঁচ বছর এই সরকার ক্ষমতায় থাকবে কিনা তারই ঠিক নেই।

এ সময় মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মহসিন উল ইসলাম হাবুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top