শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


পানি নিয়ে সতর্ক হতে হবে : তাজুল ইসলাম


প্রকাশিত:
২৫ মে ২০২৩ ১৯:০৭

আপডেট:
১০ মে ২০২৫ ১৪:০৯

ছবি সংগৃহিত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, বিশ্বের অনেক দেশ পানি আমদানি করে। আমরা নদীমাতৃক দেশ। আমাদের পানি আমদানি করতে না হলেও তা নিয়ে সতর্ক হতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) মহাখালীর শাহিন হলে এটুআই আয়োজিত ‘লেটার বিল্ডার ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’, ‘প্রেগনেন্সি মনিটরিং ইনোভেশন চ্যালেঞ্জ ২০২২’ ও ‘ওয়াটার ইনোভেশন চ্যালেঞ্জ কম্পিটিশন-২০২১ ইনোভেশন চ্যালেঞ্জ’ ফান্ডের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, শিল্প-কারখানা স্থাপন করার সময় বিদ্যুৎ, জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে ভাবা হয়। কিন্তু পানির উৎস নিয়ে ভাবা হয় না।দেশের নদীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু পানির ব্যবহার বাড়ছে। গৃহস্থালির পাশাপাশি অন্যান্য খাতেও পানির ব্যবহার বাড়ছে। তাই পানি অপব্যয়ে যদি সতর্ক না হই, তাহলে সংকট বৃদ্ধি পাবে। এটুআইকে বলব, বিভিন্ন উদ্ভাবনী পন্থার মাধ্যমে জনগণকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এছাড়া ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, আইসিটি ডিভিশনের অতিরিক্ত সচিব দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top