ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত নারী গ্রেপ্তার
প্রকাশিত:
২৩ মে ২০২৩ ১৯:৫২
আপডেট:
১০ মে ২০২৫ ১৪:৪১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদা বেগমকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ মে) নগরের বায়জিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
রাশেদার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মধ্যম খিরাম এলাকায়। তার স্বামীর নাম মো. জামান।
র্যাব-৭ জানায়, রাশেদা বেগম বিভিন্ন এলাকা হতে উঠতি বয়সী মেয়েদের চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে এসে পাঁচলাইশ থানার তার একটি ভাড়া বাসায় রাখতেন। সেখানে ভুক্তভোগীদের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক যৌন কাজে বাধ্য করতেন। ২০০৪ সালে এক ভুক্তভোগীকে প্রাণনাশের ভয় দেখিয়ে যৌন কাজে বাধ্য করা হয়। পরবর্তী সময়ে ভুক্তভোগী কৌশলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করে। পরিবারের লোকজন পুলিশকে সঙ্গে নিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে।
ওই ঘটনায় রাশেদার বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ধর্ষণ মামলা দায়ের হয়। মামলার পর থেকে রাশেদা পলাতক ছিলেন। পলাতক অবস্থায় মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে রাশেদাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেপ্তার এড়াতে আসামি রাশেদা প্রায় ১৯ বছর পলাতক ছিলেন। পরে সোমবার তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: