শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


করোনায় আক্রান্ত ‘চিফ হিট অফিসার’ বুশরা আফরিন


প্রকাশিত:
৬ মে ২০২৩ ১৮:৪৭

আপডেট:
১০ মে ২০২৫ ২৩:০৬

 ফাইল ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আরশট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনিযুক্ত 'চিফ হিট অফিসার' (সিএইচও) বুশরা আফরিন করোনায় আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (৫ মে) নমুনা পরীক্ষার পর তিনি করোনায় আক্রান্ত বলে জানতে পারেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে রয়েছেন। সেখানে তার চিকিৎসা চলছে।

বুশরা আফরিনের বর্তমানে কিছুটা কাশি রয়েছে। সেই সঙ্গে শারীরিক দুর্বলতাও আছে বলে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন।

তিনি বলেন, বুশরা আফরিন তার শারীরিক সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বুশরা আফরিনের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার টেস্টের পর তার করোনা পজিটিভ ফলাফল আসে। এর আগে তার জ্বর ও কাশিসহ অন্যান্য করোনা উপসর্গ ছিল। শুক্রবার পর্যন্তও তার জ্বর ছিল। এরপর থেকে কাশি এবং শারীরিক দুর্বলতা রয়েছে।

ঢাকার তাপমাত্রা কমাতে যৌথভাবে কাজ করার লক্ষ্যে উত্তর সিটির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রক ফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক)। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দিয়েছে। একইভাবে ঢাকা উত্তর সিটিতে তারা বুশরা আফরিনকে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ করেছে।

বুশরা আফরিন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলামের মেয়ে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা করে বলছেন, নিজের মেয়েকে চিফ হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছেন মেয়র আতিক! এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। আসলে তাকে নিজেদের পক্ষে নিয়োগ দিয়েছে আর্শট-রক ফাউন্ডেশন। এই প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। এজন্য তারা বিভিন্ন দেশে নিজেদের অর্থে ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেয়। তিনি বাংলাদেশসহ পুরো এশিয়ায় প্রথম চিফ হিট অফিসার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top