লন্ডনে বিশ্ব নেতাদের সাথে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
প্রকাশিত:
৬ মে ২০২৩ ১৭:৪৯
আপডেট:
১০ মে ২০২৫ ২২:৫২

লন্ডনে কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অংশ নেন এবং বিশ্ব নেতাদের সঙ্গে দক্ষতা বিনিময় করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। স্থানীয় সময় দুপুরে লন্ডনের কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, শেখ হাসিনা কমনওয়েলথ সচিবালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব ব্যারনেস প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। সভায় সভাপতিত্ব করেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে। পরে প্রধানমন্ত্রী বাকিংহাম প্যালেসে সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিদেশি প্রতিনিধিদের জন্য আয়োজিত রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: