কমলাপুরে বাড়িফেরা মানুষের ভিড়
প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ১৭:২৭
আপডেট:
১১ মে ২০২৫ ০২:৪৪

ঈদের ছুটি শেষে এখনো ঢাকা ফিরছেন কর্মজীবী মানুষজন। গত সোমবার অফিস আদালতে খুললেও অতিরিক্ত ছুটি শেষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসেও কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে যাত্রীদের চাপ।
সরেজমিন দেখা যায়, কমলাপুর রেলস্টেশনে বাড়িফেরা মানুষের ভিড়। প্লাটফর্মে ট্রেন থামতেই নামছেন বহু যাত্রী। পরিবারের সঙ্গে ঈদ শেষে এবার কাজে যোগ দেওয়ার পালা।
কথা হয় কিশোরগঞ্জ থেকে ফেরা বেসরকারি চাকরিজীবী মোজাম্মেল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম। সরকারি ছুটির পাশাপাশি অতিরিক্ত ছুটি নিয়েছিলাম। সেটা শেষ করে আজ ঢাকা ফিরলাম।
তবে যাত্রাপথে কোনো ভোগান্তি হয়নি বলে জানান তিনি।
আরেক যাত্রী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, বাবা মায়ের সঙ্গে বছরের এই ঈদের সময়টাতেই দেখা হয়, থাকা হয়। তাই ঈদের আগের দিন গিয়ে টানা ৪-৫ দিন থেকে এলাম।
টাঙ্গাইল কমিউটার ট্রেনে ফিরেছেন বেসরকারি চাকরিজীবী নূর মোহাম্মদ। বাস করেন রাজধানীর মিরপুরে। তিনি বলেন, ঈদের দুদিন আগেই অনলাইনে টিকিট কেটে বাড়ি গিয়েছিলাম। অফিস থেকে অতিরিক্ত ছুটি নেওয়াছিল। তাই আজ ফিরছি। ফেরার টিকিটও সহজে অনলাইন থেকে কিনতে পেরেছি। যাওয়া আসার পথে এবার কোনো ভোগান্তি পোহাতে হয়নি।
পরিবারসহ ফিরেছেন চাকরিজীবী আবু বকর। তিনি বলেন, বাড়িতে যাওয়াই হয় ঈদের সময়। তাই ছুটি নিয়ে বেশিদিন থেকে এলাম।তবে এবারের ঈদযাত্রায় রেলে তেমন ভোগান্তি পোহাতে হয়নি।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: