রবিবার, ১১ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্রের ধারা অব্যাহত আছে : তথ্যমন্ত্রী


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৩ ২০:২৪

আপডেট:
১১ মে ২০২৫ ০১:১৭

ছবি সংগৃহিত

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারাও অব্যাহত আছে। গণতন্ত্রবিরোধীরা বারবার গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি।

গণতন্ত্রের সঠিক চর্চা আছে বলেই একজন রাষ্ট্রপতি তার নির্ধারিত সময় দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে পেরেছেন। এটা নিশ্চয়ই আমাদের একটি অর্জন।

সোমবার (২৪ এপ্রিল) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সময় এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আজ দেশের ইতিহাসে ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মো. সাহাবুদ্দিন। একইসঙ্গে ২১তম রাষ্ট্রপতি হিসেবে সফলভাবে অবসরে যাচ্ছেন মো. আব্দুল হামিদ। দেশের ইতিহাসে তিনিই একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা ১০ বছর সফলভাবে দেশ পরিচালনা করে অবসরে যাচ্ছেন।

তিনি বলেন, আমাদের দেশে ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। এটা অনৈতিক এবং জনস্বার্থবিরোধী। এ কথাগুলো বলার ফলে যদি অসাধু ব্যবসায়ীরা তাদের মনস্তাত্বিক চাপ থেকে সঠিক পথে ফিরে আসে, তবে সেটা হবে ইতিবাচক। তবে সবকিছু মিলিয়ে এবারের খুব ভালো কেটেছে৷


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top