শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


টোল প্লাজায় ফাস্ট ট্র্যাক লেন ব্যবহারে ১০ শতাংশ ছাড়


প্রকাশিত:
১৯ এপ্রিল ২০২৩ ০০:২৫

আপডেট:
১০ মে ২০২৫ ২০:২৯

 ফাইল ছবি

টোল প্লাজা অতিক্রমে ফাস্ট ট্র্যাক বা দ্রুতগতির লেন ব্যবহার করলে নির্ধারিত টোলের টাকা থেকে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ টোল ও এক্সেল শাখার উপসচিব ফাহমিদা হক খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ছাড়ের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যকে সামনে রেখে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) চালু করা করেছে। ইতোমধ্যেই এ বিভাগের আওতাধীন ১০টি সড়ক ও সেতুতে এ সুবিধাটি বর্তমানে চালু রয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন এসব টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমে ফাস্ট ট্র্যাক বা দ্রুত গতির লেন ব্যবহারকারীদের জন্য প্রণোদনা হিসেবে নির্ধারিত টোল থেকে ১০ শতাংশ অর্থ ছাড় দিচ্ছে সরকার।

উল্লেখ্য, ইলেক্ট্রনিক টোল কালেকশন (ইটিসি) বা স্বয়ংক্রিয় টোল সংগ্রহ ব্যবস্থা এমন একটি ডিজিটাল প্রযুক্তি যা বাধাহীনভাবে যানবাহনকে টোল প্রদানের মাধ্যমে টোল প্লাজা অতিক্রম নিশ্চিত করে। এই প্রযুক্তির সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল- এটি টোল প্লাজা নিকটস্থ যানজট হ্রাস করে।

অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে- জ্বালানি সাশ্রয়, টোল সংগ্রহের ক্ষেত্রে সময় সাশ্রয়, মহাসড়কের সক্ষমতা বৃদ্ধি, টোল সারিতে অপেক্ষা করার সময় সংক্ষিপ্ত করা, যানবাহনের ধোঁয়া নির্গমন কমিয়ে পরিবেশের অবক্ষয় হ্রাস করা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণের মাধ্যমে সরকারের রাজস্ব সঠিক পরিমাণে তহবিলে জমা করা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top