শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


যাত্রী বললেন ‘আপনার ট্রেনের ফ্যান চলে না’, মন্ত্রী বললেন ‘দেখবো’


প্রকাশিত:
১৬ এপ্রিল ২০২৩ ২০:৩৭

আপডেট:
১০ মে ২০২৫ ১৪:৩৬

ছবি সংগৃহিত

আগামীকাল ১৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ট্রেনে ঈদযাত্রা। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে প্রায় ২৯ হাজার যাত্রীসহ ৩৫ হাজারের মতো যাত্রী রাজধানী ছাড়বেন। এসব কিছুর ব্যবস্থাপনা দেখতে রোববার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে আসেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

বিভিন্ন অংশ পরিদর্শনের সময় রেলমন্ত্রী প্ল্যাটফর্মে ঢোকার মুখে যাত্রীদের মুখোমুখি হোন। এসময় উৎসাহ উদ্দীপনা নিয়ে মন্ত্রী যাত্রীদের কাছে জানতে চান, ‘সব কিছু ঠিক আছে তো?’

এসময় যাত্রীদের কেউ ভালো, আবার কেউ মন্দ বলেছেন। এদেরই একজন হাত নাড়াতে নাড়াতে মন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘এই গরমের মধ্যে আপনার ট্রেনের ফ্যান চলে না। আমাদের কষ্ট হয়।’

এসময় মন্ত্রী বিব্রত হয়ে বলেন, ‘আমি বিষয়টা দেখবো।’

পরিদর্শন শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, টিকিটবিহীন তথাকথিত যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই। প্রতিটি যাত্রীকে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশের অনুমতি নিতে হবে। টিকিটবিহীন যাত্রী প্রবেশ বন্ধে ঢাকামুখী ট্রেনগুলো এবার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে থাকবে না।

তিনি বলেন, ঈদযাত্রা নিরাপদ করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। ঈদের ছুটিতে মানুষ যেন আনন্দে পরিবারের সাথে কাটাতে পারে এজন্য রেলওয়ে কর্মচারীদের ছুটি থাকবে না। আপনাদের ঈদযাত্রা আনন্দ করতে রেলের কর্মচারীরা ঈদের ছুটি ভোগ করতে পারে না।

শতভাগ প্রস্তুতি সম্পন্ন জানিয়ে রেলপথ মন্ত্রী বলেন, এবারই প্রথমবারের মতো শতভাগ অনলাইনে টিকিট বিক্রি করা হয়েছে। টিকিট প্রদর্শন করেই স্টেশনে প্রবেশ করতে পারবেন। তাছাড়া যাত্রার দিনে স্ট্যান্ডবাই টিকিট দেওয়া হবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top