শনিবার, ১০ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


নভেম্বরে রাস্তায় নামছে একশ ইলেকট্রনিক এসি বাস : ওবায়দুল কাদের


প্রকাশিত:
১৩ এপ্রিল ২০২৩ ১৯:৪৭

আপডেট:
১০ মে ২০২৫ ০৩:৪৫

ছবি সংগৃহিত

আগামী নভেম্বরে বিআরটিসির বাস বহরে একশ ইলেকট্রনিক এসি ডাবল ডেকার বাস যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর মধ্যে ৮০টি রাজধানীতে, বাকি ২০টি চট্টগ্রামে নামানো হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাপক্ষে ময়মনসিংহের কেওয়াটখালীতে ব্রহ্মপুত্র নদীর ওপর ৩২০ মিটার স্টিল আর্ট সেতু নির্মাণের পরামর্শ সেবা প্রতিষ্ঠান নিয়োগ অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে সারা দেশে ১০০ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এর আগেও প্রধানমন্ত্রী একশো সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকার (জিওবি) ও এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) অর্থায়ন করবে। কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পের আওতায় পরামর্শক সেবা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবেন এলইএ এসোসিয়েশন সাউথ এশিয়া লিমিটেড এবং দক্ষিণ কোরিয়ার ইয়ংমা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।

ময়মনসিংহে কেওয়াটখালি সেতু নির্মাণ প্রকল্পটি ময়মনসিংহ শহর সংলগ্ন ব্রহ্মপুত্র নদের তীরে বাস্তবায়িত হবে। সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ জেলা সদরসহ নেত্রকোণা জেলার বিজয়পুর, শেরপুর জেলার নাকুগাঁও, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট এবং জামালপুর জেলার ধানুয়া কামালপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সাথে রাজধানী ঢাকার নিরবচ্ছিন সড়ক যোগাযোগ প্রতিষ্ঠিত হবে।

এছাড়াও, বিদ্যমান শম্ভুগঞ্জ সেতুর যানজট নিরসনের পাশাপাশি এ অঞ্চলের ইপিজে এবং অর্থনৈতিক অঞ্চলের সাথে রাজধানীর ঢাকার যোগাযোগ ব্যবস্থা সুগম হবে। ব্রহ্মপুত্র নদের ওপারে প্রস্তাবিত নতুন মামনসিংহ বিভাগীয় শহরের সাথে বর্তমান পুরাতন ময়মনসিংহ শহরের যোগাযোগ স্থাপনে এ সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top