শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


রাজউক কর্মচারী সমিতির বিরুদ্ধে পেট্রোল পাম্প দখলের অভিযোগ


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ২১:২৬

আপডেট:
১০ মে ২০২৫ ২০:২৮

ছবি সংগৃহিত

হাইকোর্টের আদেশ অমান্য করে উত্তরায় অবস্থিত কসমো ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টার দখলের অভিযোগে রাজউক এমপ্লয়িজ মাল্টিপারপাস অ্যাসোসিয়েশন লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এ অবস্থায় ফিলিং স্টেশনটি দখলমুক্ত করে বিচার দাবি করা হয়েছে।

রোববার (৯ এপ্রিল) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সম্মেলনে কসমো ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস সেন্টারের স্বত্বাধিকারী গাজী আব্দুর রব বলেন, রাজউক এমপ্লয়িজ মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটিকে পেট্রোল পাম্পের জন্য ২ বিঘা জমি এবং ১৩ কাঠা জমি সাবলিজ করা হয়েছে।

২০০০ সালে পেট্রোল পাম্প নির্মাণের পর ২৫ বছরের চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই রাজউক কর্মচারী বহুমুখী সমবায় সমিতি পাম্পের দখল নিতে চায় এবং জজ আদালতে সালিশের মামলা করে। যার পরিপ্রেক্ষিতে গত ৬ এপ্রিল হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ অমান্য করে রাজউক জোন ৩ এর পরিচালক তাজিনা সারোয়ার পুলিশ এবং সমিতির সভাপতি জাহাংগীর হোসেইন ও সাধারণ সম্পাদক শফিউল্লাহ বাবুকে নিয়ে সেন্টারটি দখলের চেষ্টা চালায়।

তার কাছে বৈধ আদেশ দেখতে চাওয়া হলে তিনি তা অগ্রাহ্য করেন এবং একইসঙ্গে আদালতের নিষেধাজ্ঞার কপিও আমলে নেননি। তিনি প্রতিষ্ঠানটির চারপাশে বেড়া দিয়ে জোরপূর্বক ঘেরাও করে দেন, যার ফলে প্রতিষ্ঠানটি চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

উল্লেখ্য, ৬ মাস আগেও রাজউক বহুমুখী সমিতি ফিলিং স্টেশনটি দখলের চেষ্টা চালায়। সেসময় আদালতের স্টে অর্ডার দেখিয়ে তাদের প্রতিরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পক্ষের আইনজীবী ইশরাক হোসেন এবং পরিবারের সদস্যরা।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top