শনিবার, ১০ই মে ২০২৫, ২৭শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ফিটনেসবিহীন গাড়ি বন্ধের দাবি ইলিয়াস কাঞ্চনের


প্রকাশিত:
৯ এপ্রিল ২০২৩ ১৯:১৮

আপডেট:
১০ মে ২০২৫ ২০:২০

ছবি সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন নিরাপদ সড়ক চাই’র (নিসচা) চেয়ারম্যান অভিনেতা ইলিয়াস কাঞ্চন।

রোববার (৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে ঈদুল ফিতর উপলক্ষে সড়ক/মহাসড়কের যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে আয়োজিত এক সভায় তিনি এ দাবি জানান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইলিয়াস কাঞ্চন বলেন, ঈদে যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেভাবে সড়ক যোগাযোগ ব্যবস্থা পরিচালনা করা হবে। দুটি বিষয়কে গুরুত্ব দিলে দুর্ঘটনা কমবে বলে মনে করি। আমি দীর্ঘদিন ধরে ফিটনেসবিহীন গাড়ির বিষয়টি নিয়ে কথা বলছি। এখনো রাস্তায় চলাচল করছে অযোগ্য গাড়ি। এসব গাড়ি থামাতে হবে।

তিনি বলেন, দুর্ঘটনা ঘটলেই আমরা সংবাদে দেখি যে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আনফিট ছিল। ফিটনেসবিহীন গাড়ি যেন সড়কে না নামতে পারে সেটি নিশ্চিত করতে হবে। এছাড়া লাইসেন্সবিহীন কেউ গাড়ি চালাতে পারবে না, এটাও নিশ্চিত করতে হবে। এই দুটি বিষয় নিশ্চিত করলে দুর্ঘটনা কমবে বলে মনে করছি।

নিসচা চেয়ারম্যান বলেন, একটা জীবন আমরা দিতে পারব না। কিন্তু আমরা চেষ্টা করলে একটা জীবন রক্ষা করতে পারব।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top