সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


ডিএনসিসির জন্ম-মৃত্যু নিবন্ধন সেবায় হয়রানি, দুদকের অভিযান


প্রকাশিত:
৫ এপ্রিল ২০২৩ ১৭:৪২

আপডেট:
১২ মে ২০২৫ ০৬:০০

ছবি সংগৃহিত

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) অফিসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে হয়রানি ও ফরিদপুরের রাজবাড়ীতে সড়ক নির্মাণকাজে নিম্নমানের অভিযোগে পৃথক অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে উভয় অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম।

দুদকের প্রধান কার্যালয় ও ফরিদপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা উপপরিচালক মুহাম্মদ আরিফ সাদেক বিষয়টি জানিয়েছেন।

দুদক সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বেলগাছিয়া রেলস্টেশন সংলগ্ন রেলগেট থেকে কাজীরহাট পর্যন্ত ৩ কিমি. সড়কে নির্মাণ কাজে ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৪ এপ্রিল) দুদকের ফরিদপুর জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে।

পরিদর্শনে রাস্তাটির প্রাথমিক পর্যায়ে পরিমাপ করে এর প্রস্থ নির্ধারিত ৩ মিটারের চেয়ে কম মর্মে প্রতীয়মান হয়। রাস্তাটিতে অতি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে বাস্তবে দেখতে পায় টিম।

অভিযানে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হাবিব এন্টারপ্রাইজকে জিজ্ঞাসাবাদে তিনি রাস্তা সংস্কারে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও অনিয়মের কথা স্বীকার করে পনেরো দিনের সময় প্রার্থনা করেন।

এ সময়ে প্রকল্প সংশ্লিষ্ট রেকর্ডপত্র, প্রাক্কলন, শিডিউল, কার্যাদেশ, বিলের কপি পর্যালোচনা ও রাজবাড়ী এলজিইডি নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে জানা যায়, রাস্তার সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও কালক্ষেপণ করায় বারবার সতর্ক করার পরেও ঠিকাদার প্রতিষ্ঠানটি নির্দেশনা অমান্য করেছে।

ঠিকাদারি প্রতিষ্ঠান চুক্তি অনুসরণ করে রাস্তা সংস্কার করতে ব্যর্থ হলে চুক্তি বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছে দুদক টিম।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর অফিসের আওতায় অঞ্চল-৪ এর এক কর্মকর্তার বিরুদ্ধে জন্ম নিবন্ধন কার্যক্রমে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে গত ৩ এপ্রিল এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শ্রান্তি বিনোদন ছুটিতে থাকায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। অভিযানে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জনগণের হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়া যায়। টিম অভিযানকালে জানতে পারে, লোকবলের অভাবে বর্তমানে জন্ম-নিবন্ধন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ আছে। ডিএনসিসি’র আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জনবল চেয়ে চিঠি দিয়েছেন বলে জানিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top