নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
 প্রকাশিত: 
                                                ১২ নভেম্বর ২০২২ ২১:৫৭
 আপডেট:
 ১ নভেম্বর ২০২৫ ০৫:৫৫
                                                
 
                                        দেশের অভ্যন্তরীণ নদীপথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নদীর সম্পদ রক্ষায় ২০১৩ সালের ১২ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট নৌ পুলিশ। দিবসটি উপলক্ষে নৌ পুলিশের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এছাড়া সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত থাকবেন। এছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জানা যায়— ২০১৩ সালের ১২ নভেম্বর নৌ পুলিশ প্রতিষ্ঠিত হয়। পুলিশের উপ-মহাপরিদর্শকের অধীনে ৭৪৭ জনকর্মী নিয়ে এটি যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালের ২০ জুলাই রাজধানীর মিরপুরে নৌ পুলিশের প্রথম ক্যাম্প প্রতিষ্ঠিত হয়। এর আগে ২০০৬ সালে সরকার ঢাকা শহরের পাঁচটি অপরাধপ্রবণ স্থানের জন্য নৌ পুলিশ ক্যাম্পের অনুমোদন করে।
নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা (মিডিয়া) বলেন, অভ্যন্তরীণ নদীপথে চোরাচালান, দস্যুতা ও চাঁদাবাজিসহ সবধরনের অপরাধ নিয়ন্ত্রণ এবং নদীর সম্পদ রক্ষার লক্ষ্যে ২০১৩ সালের ১২ নভেম্বর নৌ পুলিশ প্রতিষ্ঠিত হয়।
তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণে নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মা ইলিশের এ নিরাপদ প্রজননের জন্য আগামীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে এবং দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
সম্পর্কিত বিষয়:
নদীপথ


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: