শনিবার, ৪ঠা মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১


দেশপ্রেমিক হিসেবে পুলিশই আগে প্রাণ দিয়েছিল : খাদ্যমন্ত্রী


প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২ ০০:০৩

আপডেট:
৪ মে ২০২৪ ০০:২৭

ছবি সংগৃহীত

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, পুলিশ রয়েছে জনগণের কল্যাণের জন্য। পুলিশ সবার আগে দেশপ্রেমিক হিসেবে রাজারবাগে যুদ্ধে অংশ নিয়ে প্রাণ দিয়েছিল।

আজ শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টার দিকে নওগাঁ পুলিশ লাইনে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উপলক্ষে খাদ্যমন্ত্রী উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কমিউনিটিং পুলিশ জনগণের সঙ্গে হাত মিলিয়ে নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও ইভটিজিংসহ অন্যান্য অপরাধ নির্মূল করে থাকে। সেজন্য জনগণের উচিত পুলিশকে সহযোগিতা করা, যাতে দেশের সকল ধরনের অপরাধ নির্মূল করতে পারে।

নওগাঁ জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পুলিশ লাইনে গিয়ে শেষ হয়। এ সময় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হকের সভাপতিত্বে বক্তব্য দেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন এবং জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

শোভাযাত্রার আগে নওগাঁর পুলিশ সুপার কার্যালয়ে খাদ্যমন্ত্রী বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন।

 

 


সম্পর্কিত বিষয়:

পুলিশ

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top