শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’
 প্রকাশিত: 
                                                ২২ অক্টোবর ২০২২ ২২:১৩
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ০৯:৫৭
                                                
 
                                        ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ দ্রুতগতিতে ধেয়ে আসছে। আন্দামান সাগরের ওপরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আর সেই নিম্নচাপই বঙ্গোপসাগরের ওপরে পৌঁছেই শক্তি বাড়াতে শুরু করেছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানা গেছে, সোমবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এ পরিণত হতে পারে এই নিম্নচাপ। মঙ্গলবার (২৫ অক্টোবর) তা আরো শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তবে ঘূর্ণিঝড়ের অভিমুখ ঠিক কোনদিকে হবে, তা এখনো পরিষ্কার নয়।
পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে আছড়ে পড়তে পারে ‘সিত্রাং’। যেহেতু অন্ধ্র উপকূল ধরে ঘূর্ণিঝড়টি ধেয়ে আসছে, তাই বাংলাদেশের ওপর আছড়ে পড়তে পারে। এরই মধ্যেই পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্র প্রদেশসহ একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। বাংলাদেশও সতর্ক অবস্থানে রয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (২২ অক্টোবর) বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বদিকে পৌঁছে যাবে নিম্নচাপটি। আগামীকালের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে পৌঁছে যাবে। ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশের সময় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১০ কিলোমিটার।
সম্পর্কিত বিষয়:
ঘূর্ণিঝড়


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: