সোমবার, ২৯শে এপ্রিল ২০২৪, ১৬ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


বিমানবন্দরের ডাস্টবিনে মিলল ৩০ সোনার বার


প্রকাশিত:
৬ অক্টোবর ২০২২ ২২:৩১

আপডেট:
২৯ এপ্রিল ২০২৪ ১১:১১

ছবি সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাস্টবিন থেকে ৩০টি (সাড়ে তিন কেজি) সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউজ। উদ্ধারকৃত সোনার বারের দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর)  সকাল সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ১২ নম্বর বে’র পাশের ডাস্টবিন থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস জানায়, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিম সোনার বারগুলো উদ্ধার করে। ময়লার ঝুড়িতে সোনার বারগুলো পরিত্যক্ত অবস্থায় স্কচটেপে মোড়ানো ও দণ্ড আকারে পাওয়া যায়। সেটি খুললে দেখা যায় ভেতরে ৩ কেজি ৪৮০ গ্রাম ওজনের ৩০টি সোনার বার।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান সংশ্লিষ্ট কাস্টস কর্মকর্তারা।


সম্পর্কিত বিষয়:

বিমানবন্দর

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top