নৌকাডুবির স্থলে আগামী বছর সেতু নির্মাণ শুরু হবে: রেলপথমন্ত্রী
 প্রকাশিত: 
                                                ২৮ সেপ্টেম্বর ২০২২ ০৫:২৪
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ২১:৩৪
                                                
 
                                        রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনাস্থলে সেতু নির্মাণ হবে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রেলমন্ত্রী মাড়েয়া ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্যকেন্দ্র থেকে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মন্ত্রী জানান, সেতুটি হবে ওয়াই মডেলের, যা আগামী বছর শুরু হবে। সেতু নির্মাণ উপলক্ষে এরই মধ্যে নকশাসহ একনেকে পাস হয়েছে।
তিনি আরও বলেন, সরকারের পক্ষে নৌকাডুবিতে মৃতের প্রত্যেক পরিবারকে সৎকারের জন্য ২০ হাজার টাকা এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষে ২৫ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সব মরদেহ উদ্ধারের পর পরিবারগুলোর অবস্থা বিবেচনা করে কার জন্য কী করা যায়, সেটা বিবেচনায় নিয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, রোববার (২৫ সেপ্টেম্বর) মাড়েয়ার আউলিয়ার ঘাট এলাকায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৬৬। এদের অধিকাংশই নারী ও শিশু।
সম্পর্কিত বিষয়:
রেলপথমন্ত্রী


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: