অগ্নিকাণ্ডের ঘটনায় সেই রেস্তোরাঁর মালিক আটক
 প্রকাশিত: 
                                                ১৭ আগস্ট ২০২২ ০১:২৬
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১৫:৫৬
                                                
 
                                        পুরান ঢাকার চকবাজার কামালবাগে আগুনের ঘটনায় ‘বরিশাল হোটেল’ নামে রেস্তোরাঁর মালিক ফখরুদ্দিনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ঢাকা মেট্রোপলিটনের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জাফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘গতকাল (১৫ আগস্ট) রাতে ঢাকার পার্শ্ববর্তী একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।’ আগুনে মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
সোমবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহতরা সবাই বরিশাল হোটেলের কর্মী ছিলেন। তাদের লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
চকবাজার


 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: