শনিবার, ২৫শে মার্চ ২০২৩, ১১ই চৈত্র ১৪২৯

Rupali Bank


সাংবাদিকরা সমাজের দর্পন, সাবেক এমপি এম এ মালেক


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২২ ০৩:৫৯

আপডেট:
২৫ মার্চ ২০২৩ ১৭:৩৯

ছবি সংগৃহীত

ধামরাই উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সম্মেলনে ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় উপজেলা প্রেসক্লাবের হল রুমে এই সংবর্ধনা দেওয়া হয়।

ধামরাই উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভির রিপোর্টার আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেক ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আফছার উদ্দিন জিন্নাহ,বিশিষ্ট ব্যাবসায়ী, সমাজ সেবক, সিআইপি,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আল জামান, ধামরাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেনজীর আহমদ মুকুল ,ধামরাই উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তারেক আহমেদ,ধামরাই পৌর আওয়ামী যুবলীগের সভাপতি আমিনুর রহমান,ছাত্র লীগ নেতা হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্যরা।

এ সময় বক্তব্য রাখেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক রনজিত কুমার পাল, সাধারণ সম্পাদক মেহেদী ইমাম জান কায়সার।

প্রধান অতিথি ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এমএ মালেক বলেন , সাংবাদিকরা সমাজের দর্পন। সাংবাদিকরা আছে বলেই আমরা অনেক ভালো আছি। আমি সব সময় আপনাদের পাশে আছি। ধামরাই উপজেলা প্রেসক্লাবের উন্নয়নে সব কিছু করা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা প্রেসক্লাবের দৈনিক আজকের দর্পনের সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম, মোশাররফ হোসেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

 

 

 



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : shomoynews2012@gmail.com; shomoynews@yahoo.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top