উপকারি ঢেঁড়স
প্রকাশিত:
২৫ মার্চ ২০২১ ১৫:১৯
আপডেট:
২ আগস্ট ২০২৫ ০০:০১

ঢেঁড়স সকলের পরিচিত একটি সবজি। বিশেষজ্ঞদের মতে, ঢেঁড়সের খাদ্যগুণ অনেক। পেটের কষ্ট থেকে মুক্তি দেয় এই ঢেঁড়স। এর ফাইবার হজমে বিশেষ সহায়তা করে। ঢেঁড়সে রয়েছে বিটা ক্যারোটিন, আছে ভিটামিন-এ। ফলে ঢেঁড়স চোখের জন্য খুবই উপকারী।
নিয়মিত ঢেঁড়স খেলে শরীরে জরুরি ইমিউনিটি সিস্টেম তৈরি হয়। ভাইরাসজনিত সংক্রমণ এড়াতে এটি খুবই সাহায্য করে। ঢেঁড়সে ভিটামিন-সি থাকায় তা ত্বকের ক্ষেত্রেও খুব উপকারী। গরমকালে ত্বক সুস্থ রাখতে ঢেঁড়স খুবই কার্যকরী।
ঢেঁড়স ওজনও নিয়ন্ত্রণ করে। অ্যান্টি ওবেসিটি কোয়ালিটি রয়েছে বলেও ঢেঁড়সের কদর যথেষ্ট।
ঢেঁড়স ডায়াবেটিস নিয়ন্ত্রণেও খুব কার্যকরী।
ঢেঁড়সে কোলেস্টেরল লেভেল খুবই কম। ফলে ঢেঁড়স হৃদরোগীদের ক্ষেত্রেও উপকারী। ঢেঁড়স রক্তে লোহিত কণিকা বাড়াতেও সাহায্য করে।
সম্পর্কিত বিষয়:
ঢেঁড়স
আপনার মূল্যবান মতামত দিন: