স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য ভরসা রাখুন ৩ ঘরোয়া উপাদানে
প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫৪
আপডেট:
৮ ডিসেম্বর ২০২৪ ২১:৩০
সারাদিনের কর্মব্যস্ততায় চুলের যত্ন নেওয়ার সময় আর মেলে না। ফলে দিনকে দিন চুলের যা অবস্থা হয় তাতে হা-হুতাশ করা ছাড়া উপায় থাকে না। অনেকে চুলের যত্নে নামীদামী প্রসাধনী কেনেন। তবে তা নিয়মিত ব্যবহার করা হয় না সময়ের অভাবে।
চাইলে ঘরোয়া কিছু উপাদান দিয়ে স্বল্প খরচেই কেশচর্চার কাজটি করতে পারেন। চলুন এমন কিছু টিপস সম্পর্কে জেনে নিই-
গ্রিন টি-
শ্যাম্পু করার পর গ্রিন টি দিয়ে চুল ধুয়ে নিন। এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট চুলের ফলিকলগুলো মজবুত করে। চুলের প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করে গ্রিন টি। সপ্তাহে দু’বার এই চায়ের লিকার দিয়ে চুল ধুলেই তফাত নজরে পড়বে।
ক্যাস্টর অয়েল-
চুলের যত্নে বেশ কার্যকরী ভূমিকা রাখে ক্যাস্টর অয়েল। শ্যাম্পু করার আগে নিয়ম করে হালকা গরম ক্যাস্টর অয়েল মাথায় মেখে নিন। এই তেলে রয়েছে রাইসিনোলেইক অ্যাসিড। এর অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান মাথার ত্বকের সংক্রমণ নিরাময় করে। নিয়মিত ব্যবহারে চুল পড়ার হার কমায় এই তেল।
মেথি ভেজানো পানি-
মাথার ত্বকে মেথি ভেজানো পানি স্প্রে করতে পারেন। সপ্তাহে এক দিন ভেজানো মেথি বেটে মাথায় মাখতেও পারেন। রান্নাঘরের এই মসলাটি খুশকির সঙ্গে মোকাবিলা করতে দারুণ কাজ করে।
চুলের যত্নে বাজারচালিত পণ্য ব্যবহার না করে ভরসা রাখুন এসব ঘরোয়া উপাদানে।
আপনার মূল্যবান মতামত দিন: