বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১২ই বৈশাখ ১৪৩১

Rupali Bank


পদ্মা সেতু নি‌য়ে টিক‌টক, আই‌সি‌টি আইনে যুবক গ্রেপ্তার


প্রকাশিত:
২৫ মে ২০২২ ২০:০৯

আপডেট:
২৫ এপ্রিল ২০২৪ ১৯:৩৪

ছবি-সংগৃহীত

পদ্মা সেতু নিয়ে টিক‌টক ভিডিও বানানোর অভিযোগে হেলাল উদ্দিন ঢালী (২৩) নামে এক তরুণকে আইসিটি আইনে গ্রেপ্তার করেছে শরীয়তপুরের জাজিরা থানা পুলিশ। পরে মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠান।

হেলাল উদ্দিন ঢালী জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন। তার বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলাল নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে চাকরি করছিলেন। তিনি সেতু নিয়ে বেশ কয়েক দিন ধরে অপপ্রচারমূলক ভিডিও বানাচ্ছিলেন বলে নিজেই স্বীকার করেছেন। সেসব ভিডিও তিনি বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে বিভ্রান্তি ছড়াচ্ছিলেন। আমরা তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠাই। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।


সম্পর্কিত বিষয়:

টিক‌টক ভিডিও

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top