বুধবার, ১১ই সেপ্টেম্বর ২০২৪, ২৭শে ভাদ্র ১৪৩১


ইনকিলাব সম্পাদক বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা


প্রকাশিত:
২৮ জুন ২০২০ ০৪:০০

আপডেট:
২৮ জুন ২০২০ ১৮:৩৭

দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি- সময়নিউজ ডট নেট।

‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আইনজীবী ব্যারিস্টার সৌমিত্র সরদার বাদী হয়ে গুলশান থানায় মামলাটি করেছেন।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে মানবপাচারের অভিযেগে কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়িয়ে নানা মন্তব্য করা হয়েছে।

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে নিয়ে কটূক্তি করে সংবাদ প্রকাশ করার অভিযোগে পত্রিকাটির সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে (২০১৮) মামলাটি দায়ের করা হয়েছে।’



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top