জনগণের করের টাকার অপচয় বন্ধ করতে হবে: আইনমন্ত্রী
 প্রকাশিত: 
                                                ১ ডিসেম্বর ২০২১ ০৭:০৫
 আপডেট:
 ৩১ অক্টোবর ২০২৫ ১২:২৩
                                                
 
                                        করের টাকা ব্যয়ের ব্যাপারে আমাদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। জনগণের করের টাকার যেন কোনো অপচয় বা অপব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) জাতীয় আয়কর দিবস-২০২১ উপলক্ষে ‘রুপকল্প-২০৪১ বাস্তবায়ন ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে আয়করের ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলনকক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, ‘আপনারা আয়কর দিয়ে গরিব-দুখি ও অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের করের টাকাই দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি, যা স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, যোগাযোগ ও পরিবহনসহ বিভিন্ন খাতে ব্যয় করা হয়। আপনারা যতো বেশি আয়কর দিবেন, বাংলাদেশ ততো বেশি এগিয়ে যাবে।’
তিনি বলেন, ‘২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশে রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনাকালে কর সংগ্রহের ব্যাপারে বেশ কিছু ছাড় দিয়েছিলেন। এসময় তিনি দেশের অর্থনীতিকে সচল রাখার জন্য যেমন বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, তেমনি জনগণের জীবন-জীবিকা ও আয়-রোজগারের বিষয়টিও বিবেচনায় রেখেছেন। উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলো সচল রাখার বিষয়টিও তিনি মাথায় রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা এবং আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে আমরা করোনার চ্যালেঞ্জ অনেকটাই মোকাবিলা করতে সক্ষম হয়েছি। শিল্পপ্রতিষ্ঠানগুলো খুব দ্রুত আগের অবস্থানে ফিরতে শুরু করেছে। উৎপাদন অব্যাহত রেখেছে, যার ইতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধির ওপর। ফলে ২০২০-২১ অর্থবছরে আয়কর সংগ্রহের প্রবৃদ্ধি হয়েছে ২৩.৬৩ শতাংশ।’
সেমিনারে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, ‘প্রাইভেট-পাবলিক পার্টনারশিপের মাধ্যমে লক্ষ্যপূরণে এগিয়ে যেতে হবে। কোনো কিছু চাপিয়ে দিলে হবে না।’
তিনি বলেন, ‘সামনে যাকে পাই, তার কাছ থেকে বেশি কর নিতে হবে এ ধারণা থেকে সরে আসতে হবে। উপজেলা পর্যায়ে ভ্যাট, ট্যাক্স দেওয়ার মত অনেক লোক আছেন। তাদের কাছ থেকেও আদায় করতে হবে। তাহলে করদাতার ওপর চাপ কমবে।’



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: