আত্মসমর্পণ করে জামিন পেলেন ড. ইউনূসসহ ৪ জন
প্রকাশিত:
১২ অক্টোবর ২০২১ ১৮:৩৪
আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৮:২৮

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জন।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার তৃতীয় শ্রম আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা বন্ডে তাকে জামিনের আদেশ দেন।
ড. ইউনূস ছাড়াও জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।
প্রসঙ্গত, গত ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আপনার মূল্যবান মতামত দিন: