আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলায় দ্বিতীয় দিনের শুনানি আজ
 প্রকাশিত: 
                                                ১৩ আগস্ট ২০২৫ ১১:৫৮
 আপডেট:
 ২৬ অক্টোবর ২০২৫ ০২:৫০
                                                
 
                                        আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় দায়ের মামলায় অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ বুধবার (১৩ আগস্ট)।
এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এই মামলায় গ্রেফতার ৮ জনকে হাজির করা হয়। শুনানিতে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী ও আসামিপক্ষের আইনজীবীরা অংশগ্রহণ করবেন।
এর আগে, গত সপ্তাহে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ ১৬ আসামীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। এ সময় তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত ১ জনকে পুড়িয়ে দেয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে ১ জনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়।
এই মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী।
অপরদিকে, চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ হবে আজ। এই মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য নেওয়া হবে। এখন পর্যন্ত এই মামলায় ৩ জন সাক্ষ্য দিয়েছেন।
সম্পর্কিত বিষয়:



 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            
আপনার মূল্যবান মতামত দিন: