হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
প্রকাশিত:
৫ ডিসেম্বর ২০২৪ ১০:১১
আপডেট:
২১ জানুয়ারী ২০২৫ ১৫:০২
গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আবেদন করা হয়।
বিষয়টি জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, আবেদনের পর আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেস কনফারেন্স করা হবে।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ট্রাইব্যুনালে প্রথম মামলাটি করা হয়। এ মামলায় ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু শেখ হাসিনা পলাতক থাকায় তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি।
পলাতক অবস্থায় তিনি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিতে পারেন না সেই মর্মে আদেশ চাওয়া হবে আজ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: