ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের দুইটার মধ্যে অপসারণে আল্টিমেটাম
প্রকাশিত:
১৬ অক্টোবর ২০২৪ ১৩:২৩
আপডেট:
১ আগস্ট ২০২৫ ২০:৪৪

ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করা বিচারপতিদের দুপুর দুইটার মধ্যে অপসারণের জন্য আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
বুধবার (১৬ অক্টোবর) বেলা একটায় হাইকোর্টের মূল ভবনের সামনে এই আল্টিমেটাম দেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, এই দাবির পাশাপাশি ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এছাড়াও আওয়ামী প্যানেলের আইনজীবীদের অপসারণ করতে হবে। না হলে আমরা হাইকোর্ট চত্ত্বর ছাড়ব না।
আপনার মূল্যবান মতামত দিন: