শুক্রবার, ১লা আগস্ট ২০২৫, ১৭ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


আনিসুল-সালমান-মামুন-পলক-মানিক নতুন মামলায় গ্রেপ্তার


প্রকাশিত:
১৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:১৪

আপডেট:
১ আগস্ট ২০২৫ ০৮:৩১

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে নতুন একাধিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার সকাল ৮টায় কারাগার থেকে তাঁদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আনা হয়। এরপর তাঁদের সিএমএম হাজতখানায় রাখা হয়। সকাল ৮টা ১০ মিনিটের তাঁদের আদালতের এজলাসে ওঠানো হয়।

এ সময় রাজধানীর বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার ১৩টি হত্যা মামলার একাধিক মামলায় তাঁদের বিভিন্ন জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ।

শুনানির শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকি আল ফারাবীর আদালত তাঁদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে তাঁদের ফের কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের জিআর শাখার পুলিশ ইন্সপেক্টর আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top